Templates by BIGtheme NET

ধিক্কার জানাই সিরাজ উদ-দৌলার মতো হিংস্র জানোয়ারদের চিরতরে

আমি দেখেছি শত সহস্র দাড়িওয়ালা সম্মানিত ব্যক্তিদের,
আরো দেখেছি মসজিদের সম্মানিত ঈমাম – মোয়াজ্জিন সাহেবদের।

আমি দেখেছি তাঁদের অগণিত সম্মাননা পেতে,
যদিও এসবছিল কর্মের স্বীকৃতি এক খাতে।

শুধুই সম্মান তাঁদের প্রতি ছিল, আছে এবং থাকবে অনন্তকাল ধরে।
আমি মুসলিম, শান্তিতে বিশ্বাসী, জানি শেষ বিচার আছে এজীবন পরে।

আজি একেমন কঠিন ক্ষণ আকস্মিক এলো মোর দ্বারে,
যৌন নিপীড়নের প্রতিবাদী নুসরাতের কান্না শুনি বারে বারে।

যেসব দাড়িওয়ালাদের করিতাম সীমাহীন সম্মান,
আজি তাদেরই একজনকে কী করে করি অপমান।

তবুও আজিকার কঠিন বাস্তবতা এক হৃদয় তৈরি করে দিয়েছে মোরে,
ধিক্কার জানাই সিরাজ উদ-দৌলার মতো হিংস্র জানোয়ারদের চিরতরে।

আ.হ.জুবেদ
সাংবাদিক ও মানবাধিকার কর্মী

(ttt)

About admin