Templates by BIGtheme NET

কুয়েত প্রবাসী সংগঠক টিপু সুলতানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিগতকাল কুয়েত সিটির রাজধানী হোটেলে স্থানীয় সময় রাত ৯টায় গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ সমিতি কুয়েতের উদ্যোগে উক্ত সমিতির উপদেষ্টা টিপু সুলতানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ মাহ্‌ফিল পূর্বে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদ মির্ধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল সিকদার ও শরাফত মিনার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাহ্‌মুদুর রহ্‌মান মাহ্‌মুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগ সভাপতি আতাউল গনি মামুন, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিজুর শেখ ও সহ-সভাপতি সুবেদ আলী শেখ।

বক্তব্য রাখেন, শাহ্‌ নেওয়াজ নজরুল, বাবুল মুন্সি, রানা মোল্লা, শিমুল চৌধুরী ও শফিউল আলম শফিসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠক রোকনুজ্জামান পিদ্দু, সংগঠক কামরুজ্জামান টিটু, কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিম,সাধারণ সম্পাদক মোঃ বিলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা প্রবাসী সংগঠক মরহুম টিপু সুলতানের অতীতের সাংগঠনিক কর্মকাণ্ড ও সামাজ কল্যাণে অনবদ্য ভূমিকার কথা স্মৃতিচারণ করেন।
পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
শেষে মরহুম টিপু সুলতানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মাওলানা মনসুর শেখ।

About admin