Templates by BIGtheme NET
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশাল সফলতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশাল সফলতা

আ. হ. জুবেদঃ একদিনে প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করে ৫টি মরদেহ দেশে পাঠানোর নজির কুয়েতে এই প্রথম। এবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশাল সফলতায়, কুয়েত প্রবাসী বাংলাদেশীরা দেশটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তাকে সশ্রদ্ধ সালাম ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

গত সোমবার ১৬অক্টোবর কুয়েত সময় বিকেল ১টা ৩০মিনিটে আকস্মিক কুয়েত প্রবাসী জুনায়েদ আহমেদের বাসায় ভয়াবহ একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবাসী জুনায়েদের স্ত্রীসহ পরিবারের অন্যান্য ৪ সদস্য। এ সময় জুনায়েদ কর্মস্থলে ছিলেন।

এদিকে ১৬ই অক্টোবর মর্মান্তিক এই দুর্ঘটনার মাত্র একদিন পর ১৮ই অক্টোবর রাতেই বাংলাদেশে জুনায়েদ পরিবারের নিহত ৫সদস্যের লাশ দেশে পাঠানো হয়েছে।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এই দ্রুতগতিসম্পন্ন কাজের ভূয়সী প্রশংসা করে চলেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

কুয়েতবাংলানিউজ.কম // এমএসআই

About admin